কোটি টাকা আত্মসাতের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাসান গ্রেপ্তার

সংগৃহীত ছবি

কোটি টাকা আত্মসাতের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাসান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া এবং অর্থ আত্মসাতের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাসান ছালামকে রাজধানীর মতিঝিল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন।  

আরিফ মাহিউদ্দিন জানান, এ পর্যন্ত  আসামি হাসান ছালাম সাড়ে ৫ থেকে ৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ টাকা দিয়ে তিনি গুলশানে ফ্ল্যাটসহ দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন।

হাসান ছালামের পৈতৃক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রামে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতি ও নারী নির্যাতনসহ বেশকিছু মামলা রয়েছে।  

তিনি আরও জানান, হাসান যে সব ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, তাদের মধ্যে দুইটি প্রতিষ্ঠান তার বিরুদ্ধে মামলা করেছে। এ সব প্রতিষ্ঠান থেকে তিনি বিভিন্ন কৌশলে ঋণ নিয়েছেন।

হাসানের সঙ্গে ওই সব ব্যাংকের কারো যোগসাজশ রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।

news24bd.tv/ইস্রাফিল