মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত 

ভারত-মালদ্বীপ খেলার দৃশ্য।

মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত 

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপের চলমান আসরে শ্রীলংকাকে ২-০ গোলে পরাজিত করে এর আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত।

আজ রোববারের খেলাটি ছিল নিয়মরক্ষার। সেই খেলায় মালদ্বীপকে ২-০ গোলে পরাজিত করে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত।

মালদ্বীপ এ ম্যাচ জয় না পেয়ে ড্র করতে পারলেই সেমিফাইনালে খেলার সুযোগ পেত।

কিন্তু ২-০ গোলে হেরে যাওয়ায় টস পর্বে যেতে হয় মালদ্বীপকে।

সাফ চ্যাম্পিয়নশিপের চলমান ১২তম আসরের ‘বি’ গ্রুপে মালদ্বীপ ও শ্রীলংকা নিজের দুই ম্যাচের মধ্যে একটিতে গোল শূণ্য ড্র করলেও অপর ম্যাচে ২-০ ব্যবধানে পরাজিত হয়। দুই দলের পয়েন্ট সমান ১। পাশাপাশি দুটি দলই দুটি করে গোল হজম করে।

পয়েন্ট এবং গোল ব্যবধান সমান হওয়ায় সেমিফাইনালের জন্য মালদ্বীপ ও শ্রীলংকার মধ্য হতে একটিকে বেছে নিতে আয়োজকদের টস পর্বে যেতে হয়। আর টসে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে মালদ্বীপ।

তার আগে ভারতের বিপক্ষে মাঠের খেলায় প্রথমার্ধে নিখিল এবং মন্দীপ সিংহের গোলে ২-০তে পিছিয়ে যায় মালদ্বীপ।

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মারিয়া হয়ে খেলেও গোলের দেখা পায়নি মালদ্বীপ। নির্ধারিত সময়ের খেলায় ২-০ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর