নলডাঙ্গায় ৫০ শয্যার হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

৫০ শয্যার হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

নলডাঙ্গায় ৫০ শয্যার হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

নাটোর প্রতিনিধি

প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।

ভিত্তি প্রস্তর স্থাপন কালে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানুসহ অন্যরা।

নাটোর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস নলডাঙ্গার বুড়িরভাগ এলাকায় এ ভিত্তি প্রস্তর স্থাপনের আয়োজন করে।

শফিকুল ইসলাম শিমুল বলেন, এই হাসপাতালের কাজ সম্পন্ন হলে উপজেলার দুই লাখ মানুষ স্বাস্থ্য সেবা পাবেন।

যা বর্তমান সরকারের দেয়া জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একটি সফল বাস্তবায়ন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২৬ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে যার কাছ সম্পন্ন হবে ২০২০ সালের মার্চের মধ্যে।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর