ভারতের কাছে হারকে ‘ওয়েক আপ কল’ বললেন সরফরাজ

পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

ভারতের কাছে হারকে ‘ওয়েক আপ কল’ বললেন সরফরাজ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফেভারিটের তকমা নিয়ে এশিয়া কাপ খেলতে এসেছে পাকিস্তান। শুরুটাও হয়েছিল ফেভারিটের মতোই। হংকংকে ৮ উইকেটে হারিয়ে মিশন শুরু করেছিল সরফরাজ বাহিনী।

তবে টুর্নামেন্টে নিজেদের প্রথম বিগ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাত্তাই পেল না আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ীরা।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে তারা।

তবে এ ব্যাপারে মোটেও চিন্তিত নন পাক অধিনায়ক। তিনি একে ‘ওয়েক আপ কল’ হিসেবে দেখছেন।

বললেন, সুপার ফোরের আগে এটা আমাদের জন্য ‘ওয়েক আপ কল’।

ভুল হয়েছে, তা থেকে শিক্ষা নিতে হবে।

বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেন সরফরাজ আহমেদ। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপে মাত্র ১৬২ রানে গুটিয়ে যান তারা। জবাবে ১২৬ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

এ ম্যাচে হবে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। এমনটাই আশা করেছিলেন ক্রিকেটানুরাগীরা। তবে আশায় গুঁড়েবালি। কোনো বিভাগেই ভারতের সঙ্গে পেরে উঠেনি পাকিস্তান, বোলিং না ব্যাটিং।

সরফরাজ বলেন, আমরা ভালো শুরু করতে পারিনি। প্রথম ৫ ওভারে গুরুত্বপূর্ণ ২ উইকেট হারিয়েছি। এরপর প্রতিরোধ হয়েছে। তবে শোয়েব-বাবর ফিরে যাওয়াতেই সব শেষ। আর কামব্যাক করতে পারিনি।

২১ সেপ্টেম্বর শুরু হবে সুপার ফোর পর্ব। এ পর্বেও ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে পাকিস্তানের। আগামী রোববার হবে দু’দলের সেই মহারণ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর