শাহ আমানতে ২৪ স্বর্ণের বার জব্দ

শাহ আমানতে ২৪ স্বর্ণের বার জব্দ

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে ২৪টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

জব্দ স্বর্ণের বারের ওজন ২ কেজি ৭৯৬ গ্রাম, যার আনুমানিক মূল্য ২ কোটি টাকার বেশি। আটক ব্যক্তির কাছে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকারও ছিল।

আটক যাত্রীর নাম মোহাম্মদ আতিক উল্লাহ (৪২)।

তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান জানান, অভিযুক্ত প্রবাসী আতিক উল্যাহ বুধবার সন্ধ্যা ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে বিমানবন্দরে আসেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর ইমিগ্রেশন লাউঞ্জে আসলে তাকে আটক করে তল্লাশি করা হয়।

এ সময় তার পরনে থাকা প্যান্টের বেল্টের ভেতর লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

তার কাছে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকারও ছিল।

news24bd.tv/তৌহিদ