শচীনের পর অর্জুন, বাবা-ছেলের কীর্তিতে আইপিএলে নতুন ইতিহাস

সংগৃহীত ছবি

শচীনের পর অর্জুন, বাবা-ছেলের কীর্তিতে আইপিএলে নতুন ইতিহাস

অনলাইন ডেস্ক

ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার আইপিএলে খেলেছেন একটি ফ্র্যাঞ্চাইজির হয়েই। মুম্বাই ইন্ডিয়ানসে খেলেছেন ছয়টি মৌসুম। ৭৮ ম্যাচ খেলে নেন অবসর। সেই শচীনের একমাত্র পুত্র অর্জুনের আজ হলো আইপিএল অভিষেক।

দলের নাম সেই মুম্বাই। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে আজ রোববার মাঠে নামেন অর্জুন। তাতেই বিশ্ব দেখলো অন্যরকম এক ইতিহাস। বাবার পর ছেলের আইপিএল খেলার ঘটনা এর আগে কখনো ঘটেনি।

আজ মুম্বাইয়ের হয়ে অর্জুন অভিষেক ম্যাচের ক্যাপ নেন রোহিত শর্মার হাত থেকে। এরপর ইনিংসের প্রথম ওভারেই বোলিংয়ে আসেন তিনি। প্রথম ওভারে ৪ রান দিলেও দ্বিতীয় ওভারে দেন ১৩ রান। এরপর তাকে আর বোলিংয়ে আনেননি মুম্বাইয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদব।

আইপিএলে আজ দেখেছে আরেক ইতিহাস। টেন্ডুলকার পরিবারের মতো উদযাপনের উপলক্ষ আছে ইয়ানসেন পরিবারেও। অর্জুনের মতো আজ মুম্বাইয়ের হয়ে আইপিএল অভিষেক হয়েছে ডুয়ান ইয়ানসেনেরও। তিনি দক্ষিণ আফ্রিকান পেসার মার্কো ইয়ানসের যমজ ভাই। আইপিএলে এর আগেও যমজ ভাইয়ের খেলার ইতিহাস নেই।

মার্কো ইয়ানসেনের আইপিএল অভিষেকও মুম্বাইয়ের হয়েই, ২০২১ সালে। এ মৌসুমে অবশ্য তিনি খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। অভিষেকে রিংকু সিংয়ের উইকেট পেলেও ডুয়ান ছিলেন বেশ খরুচে। ৪ ওভারে তিনি খরচ করেন ৫৪ রান।

এদিকে, আইপিএলে প্রথম হলেও ভারতের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে আগেই অভিষেক হয়ে গেছে বাঁহাতি পেসার অর্জুন টেন্ডুলকারের। মুম্বাইয়ের হয়ে শুরু করলেও এখন খেলছেন গোয়ার হয়ে। গত ডিসেম্বরে রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচেই গোয়ার হয়ে রাজস্থানের বিপক্ষে সেঞ্চুরিও করেছিলেন অর্জুন। ১৯৮৮ সালে রঞ্জি ট্রফি অভিষেকে সেঞ্চুরি করেছিলেন শচীনও।

এদিকে, অর্জুন-ডুয়ানের আইপিএল অভিষেকের দিনে জিতেছে তাদের দল মুম্বাই। টস হেরে আগে ব্যাট করে কলকাতা ভেঙ্কটেশ আইয়ারের সেঞ্চুরিতে (১০৪) ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৮৫ রান। সেই রান তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই। ২৫ বলে ৫৪ রান করেন ঈশান কিষাণ।

news24bd.tv/SHS