কামাল হোসেন অবশেষে নতুন মক্কেল পেল: ইনু

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু

কামাল হোসেন অবশেষে নতুন মক্কেল পেল: ইনু

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় জাসদের জনসভায় তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ঝানু উকিল ড. কামাল হোসেন অবশেষে নতুন মক্কেল বিএনপি-জামায়াতকে পেল। কিন্তু বাংলাদেশে ড. কামাল হোসেনের বিএনপি-জামায়াত পুণর্বাসনের ঠিকাদারি ব্যবসা চলবে না। বাংলাদেশে আর কখনও রাজাকারের সরকার হতে দিব না, হাসিনার পাশে থাকব রাজাকারকে ক্ষমতার বাইরে রাখব।

আজ শনিবার বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে আয়োজিত জনসভায় তথ্যমন্ত্রী ইনু এসব কথা বলেন।

বগুড়া শহর জাসদ এই জনসভার আয়োজন করে। জাসদ শহর শাখার সভাপতি রবীন্দ্রনাথ চন্দ্র রঞ্জনের সভাপতিত্বে জনসভায় জাসদ নেতা রেজাউল করিম তানসেন, এ্যাডভোকেট ইমদাদুল হক এমদাদ, জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।

জাসদ সভাপতি বলেন, ড. কামাল হোসেন আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫ দফা দাবি দিয়েছেন, তাঁর দাবি আর বিএনপির দাবি হুবহু ফটোকপি। তিনি ১৮ সালের নির্বাচনের নানা ফর্মুলা দিচ্ছেন।

নির্দলীয় সরকারের রূপরেখা ড. কামাল কেন তাবৎ ব্যারিস্টাররাও দিতে পারবে না।

তিনি বলেন, বিএনপির দাবি আসলে নির্বাচন বা গণতন্ত্র নয়, তাদের আসল উদ্দেশ্য দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাজ খালেদা জিয়াকে রাজনীতিতে ফিরিয়ে আনা। সেই সঙ্গে দেশে একটি সাংবিধানিক শূণ্যতা সৃষ্টি করা। এটি হতে দেয়া হবে না বলেও উল্লেখ করেন ইনু।

পরে তিনি বগুড়া সদর আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট ইমদাদুল হক এমদাদের নাম ঘোষণা করেন।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর