ভারতকে সতর্ক করল পাকিস্তান

পাক সেনাবাহিনীর মুখপাত্র লে. জেনারেল আসিফ গফুর।

ভারতকে সতর্ক করল পাকিস্তান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাক সেনাবাহিনীর মুখপাত্র লে. জেনারেল আসিফ গফুর নয়াদিল্লিকে উদ্দেশ্য করে বলেছেন, পাকিস্তান ভারতে ‘সীমান্ত অতিক্রমী সন্ত্রাস’ চালাচ্ছে এবং ভারতীয় সেনাদের হত্যা করছে এমন বানানো অভিযোগ বন্ধ করুন।

রোববার রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে নয়াদিল্লির প্রতি এ আহ্বান জানান তিনি।

পাকিস্তানি সৈন্যরা সীমান্ত অতিক্রম করে ভারতীয় সেনাদের হত্যা করে এবং নিহত সেনাদের দেহ কুপিয়ে ছিন্নভিন্ন করে বলে এর আগে নয়াদিল্লি অভিযোগ করে।

জেনারেল গফুর বলেন, পাকিস্তানি সৈন্যরা কখনোই নিহত ভারতীয় সেনাদের লাশ বিকৃত করেনি।

পাক সেনা মুখপাত্র বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন বার্ষিক সম্মেলনের অবকাশে পাক-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক বাতিল করে নয়াদিল্লি ভারতের অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে চায়। তিনি বলেন, একই উদ্দেশ্যে পাক সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারযুদ্ধ চালানোর জন্য এই সময়টাকে বেছে নেয়া হয়েছে।

পাকিস্তান সব সময় দক্ষিণ এশিয়া শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বিশ্বাসী বলে দাবি করেন জেনারেল গফুর। তিনি বলেন, নয়াদিল্লিকে রণদামামা বাজিয়ে দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে বিপদাপন্ন করে তোলার প্রচেষ্টা বন্ধ করতে হবে।

একইসঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ভারতীয় সেনাদের সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধ করতে পাকিস্তানি সেনাবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে।

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে তিন ভারতীয় সৈন্য নিহত হওয়ার পর দেশটির সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেন। তিনি বলেন, পাকিস্তানি সৈন্যরা সাধারণত ভারতীয় সেনাদের হত্যা করে তাদের লাশ টুকরো টুকরো করে ফেলে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর