৫% সুদে মিলবে ৭৫ লাখ টাকা ঋণ

প্রতীকী ছবি

৫% সুদে মিলবে ৭৫ লাখ টাকা ঋণ

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকুরিজীবীরা মাত্র ৫ শতাংশ সুদহারে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা গৃহঋণ পাবেন। ৪টি রাষ্ট্রয়াত্ব ব্যাংক ও হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর সাথে অর্থ বিভাগের মধ্যে এ ব্যাপারে আজ মঙ্গলবার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে জানানো হয়- চলতি অর্থ বছরে এই খাতে সরকারকে ৪০০ কোটি টাকা ভুর্তুকি দিতে হবে। আর প্রতি বছর প্রায় ৯০০ কোটি টাকা করে ভুর্তুকি দিতে হবে।

বর্তমানে সরকারি চাকুরিতে কর্মরত ব্যক্তির সংখ্যা  প্রায় ১৪ লাখ, এর মধ্যে ৭ লাখ চাকুরিজীবী পর্যায়ক্রমে এই ঋণে আগ্রহী হবে বলে আশা করছে সরকার। সবমিলিয়ে এই ৭ লাখ চাকুরিজীবী যদি ঋণ নিতে আগ্রহ দেখায় তাহলে এই খাতে সরকারের ব্যয় হবে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। অনুষ্ঠানে অর্থমন্ত্রী এই ঋণকে যুগান্তকারি হিসেবে আখ্যা দেন।

আগামী ১ অক্টোবর থেকে ঋণের আবেদন গ্রহণ শুরু হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সম্পর্কিত খবর