গরু ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত আটক

সংগৃহীত ছবি

গরু ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত আটক

অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে পদ্মা নদীতে গরুর ট্রলারে ডাকাতি করে পালানোর সময় প্রায় ৮০ কিলোমিটার নৌপথ ধাওয়া করে সাত সদস্যকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির সরংজাম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন তাজুল ইসলাম (৩০), মহসিন (৩০) ও এবাদুল (৩৫)।

বাকিদের পরিচয় জানা যায়নি।

আজ বুধবার (৩ মে) সকালে রাজধানীর হাতিরঝিলে নৌ-পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো: রফিকুল ইসলাম।

মো: রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার মানিকগঞ্জের আরিচায় গরু বোঝাই ট্রলারে ডাকাতি করতে যায় একদল ডাকাত। সেখানে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে ডাকাত দলটি প্রথমে চাঁদপুরের মোহনপুরে ও পরে মেঘনার শাখা নদী হয়ে মঙ্গলবার বিকেলের দিকে জেলা সদরের বাঘাইকান্দি গ্রামের বাবুল মিয়ার বাড়িতে এসে আশ্রয় নেয়।

পরে গ্রামবাসী সদর থানা পুলিশকে সংবাদ দেয়। এ সময় পুলিশ সেখানে পৌঁছে বাবুল বাড়ির বসতঘর থেকে ডাকাত সদস্যদের আটক করতে সক্ষম হয়।

news24bd.tv/SHS