যেভাবে বানাবেন ম্যাঙ্গো পুডিং

সংগৃহীত ছবি

যেভাবে বানাবেন ম্যাঙ্গো পুডিং

অনলাইন ডেস্ক

বাজারে পাকা আম বিক্রি শুরু হয়ে গেছে। এই গরমে অনেকেরই আইসক্রিম বা ঠান্ডা কিছু খেতে মনটা কেমন ব্যাকুল হয়ে ওঠে। ঠান্ডা লাগার ভয়ে বেশি আইসক্রিমও খেতে পারেন না কেউ কেউ। আম দিয়ে অন্যান্য বার বাড়িতে আইসক্রিমই বানান।

এবার আর আইসক্রিম নয়, বানিয়ে ফেলতে পারেন মিষ্টি পদ ক্যারামেল ম্যাঙ্গো পুডিং। রইল তার রেসিপি।

উপকরণ

১) পাকা আম: আধ কাপ

২) কাস্টার্ড পাউডার: ২ টেবিল চামচ

৩) দুধ: ২ কাপ

৪) চিনি: আধ কাপ

৫) পাউরুটি গুঁড়ো: ১ কাপ

প্রণালী

ব্লেন্ডারে দিয়ে আম ব্লেন্ড করে নিন। এর মধ্যে পাউরুটির গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

এবার একটি বাটিতে কাস্টার্ড পাউডারের সঙ্গে দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। খেয়াল রাখবেন যেন দলা পাকিয়ে না যায়।

এবার কড়াইতে আম এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণ দিয়ে সমানে নাড়তে থাকুন। পরিমাণ মতো চিনি মেশান। চাইলে কনডেন্স্‌ড মিল্কও দিতে পারেন। ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।

এবার অন্য একটি কড়াইতে চিনি এবং সামান্য পানি দিয়ে ক্যারামেল সিরাপ তৈরি করে নিন। যে পাত্রে পুডিং তৈরি করবেন, তার মধ্যে ক্যারামেল সিরাপ দিয়ে তার মধ্যে পুডিংয়ের মিশ্রণ দিয়ে দিন। এবার স্টিমারে পানি গরম করতে দিন। এর মধ্যে পুডিংয়ের পাত্র বসিয়ে দিন। চাপা দিয়ে রাখুন ৩০ মিনিট। পুডিং জমল কিনা, তা বোঝার জন্য মাঝে একটি কাঠি গুঁজে দেখুন। যদি কিছু লেগে থাকে, তা হলে বুঝতে হবে পুডিং ভালভাবে জমেনি। সে ক্ষেত্রে আরও কিছুক্ষণ আঁচে বসিয়ে রাখতে হবে।

পরিবেশন করার ২-৩ ঘণ্টা আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে।

news24bd.tv/রিমু