ঈদ যাত্রায় লঞ্চে মোটরসাইকেল পারাপার নিয়ে যা জানালো মন্ত্রণালয়

সংগৃহীত ছবি

ঈদ যাত্রায় লঞ্চে মোটরসাইকেল পারাপার নিয়ে যা জানালো মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ বুধবার (৩১ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘লঞ্চে অনেকেই মোটরসাইকেল নিয়ে যায়। আমরা বিআইডব্লিউটিএকে বলেছি, এটা যতটুকু পারা যায় অ্যাডজাস্ট করার জন্য।

মোটরসাইকেল লঞ্চে করে পারাপারের ক্ষেত্রে মালিকদেরকেও বলেছি। ’  

সঙ্গে তিনি যোগ করেন, ‘যদি বরিশাল, মাদারীপুর বা দক্ষিণাঞ্চলে একা যান, আপনি নিশ্চিত মোটরসাইকেল চালিয়ে যাবেন। আর সঙ্গে যদি পাঁচজন থাকে, সবাইকে তো মোটরসাইকেলে তুলতে পারবেন না। সেখানে যদি মোটরসাইকেল নিতে চান তাহলে আপনাকে বিকল্প একটা ব্যবস্থায় নিতে হবে।

হয়তো বাসের ছাদে অথবা লঞ্চে করে নিতে হবে, সে ব্যাপারে আমরা অ্যাডজাস্ট করব। ’

তাহলে লঞ্চে মোটরসাইকেল পারাপারের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে বিষয়টা এ রকম কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বলতে পারেন। ’ এছাড়া নৌপথে ভাড়া আগের মতই থাকবে বলেও জানান তিনি।