কুকুরের কামড় খেয়ে চিত্রা হরিণের মৃত্যু

সংগৃহীত ছবি

কুকুরের কামড় খেয়ে চিত্রা হরিণের মৃত্যু

অনলাইন ডেস্ক

বরগুনার পাথরঘাটায় কুকুরের কামড় খেয়ে পুকুরে ঝাঁপিয়ে পড়ে একটি চিত্রা হরিণের মৃত্যু হয়েছে। রোববার (১১ জুন) দুপুর ১টার দিকে পাথরঘাটার হরিণঘাটা সংরক্ষিত বনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হরিণটি উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করেছে বন বিভাগ।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় অধিবাসী মো. ইব্রাহিম ও ইউসুফ চৌকিদার বলেন, ঘুরতে ঘুরতে বনের পাশে আশায় হঠাৎ কয়েকটি হিংস্র কুকুর হরিণটিকে ধাওয়া করে কামড় দেয়।

 

এ সময় কুকুরের আক্রমণ থেকে বাঁচতে হরিণটি একটি কচুরিপানা বোঝাই পুকুরের ঝাঁপ দিয়ে পানির নিচে আটকে পড়ে। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে পানির ভেতর থেকে হরিণটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে বন বিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন বলেন, হরিণঘাটা বনে হিংস্র কুকুরের কামড় খেয়ে দৌড়ে পাশেই একটি পুকুরে পড়ে যায় হরিণটি। কিন্তু শেষ রক্ষা হয়নি; পুকুর থেকে হরিণটি মৃত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা বন বিভাগের অফিসে আনা হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী হরিণের চামড়া, শিং ও পা সংরক্ষণ করে মাংস মাটিতে পুঁতে ফেলার প্রক্রিয়া চলছে।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক