গাবতলী থেকে চেতনানাশক ট্যাবলেট-বিস্কুটসহ গ্রেপ্তার ৩

গাবতলী থেকে চেতনানাশক ট্যাবলেট-বিস্কুটসহ গ্রেপ্তার ৩

প্রেস বিজ্ঞপ্তি

রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চেতনানাশক ট্যাবলেট ও বিস্কুটসহ অজ্ঞান পার্টির ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মঙ্গলবার র‍্যাবের এর একটি অভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে অজ্ঞান পার্টির তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো- মো. আবদুল মান্নান (২২), জেলা-রংপুর, মো. হাবিবুল্লাহ (৫৫), জেলা- শেরপুর ও মো. রেজাউল করিম (৩০), জেলা-নাটোর।

এসময় তাদের কাছ থেকে ১০০টি চেতনানাশক ট্যাবলেট ও ৩ প্যাকেট ওরি ক্রিম বিস্কুটের প্যাকেট উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে। তারা যাত্রীর ছদ্মবেশে দূরপাল্লার পরিবহনে উঠে সাধারণ যাত্রীদের সাথে সখ্যতা গড়ে তুলে কৌশলে চেতনানাশক ঔষধ মিশ্রিত বিস্কুট বা পানি পান করিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বিপুল সংখ্যক যাত্রী গাবতলী বাসস্ট্যান্ড হতে যাতায়াত করবে বিধায় তারা পুনরায় সাধারণ মানুষকে চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুট করার পরিকল্পনা করে আসছিলো।

তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

news24bd.tv/FA