‘ভুল চিকিৎসায়’ মা-নবজাতকের মৃত্যু: আগাম জামিন চান ডা. মিলি

সংগৃহীত ছবি

‘ভুল চিকিৎসায়’ মা-নবজাতকের মৃত্যু: আগাম জামিন চান ডা. মিলি

অনলাইন ডেস্ক

‘ভুল চিকিৎসায়’ ইডেন কলেজের প্রয়াত শিক্ষার্থী মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় আগাম জামিন চেয়েছেন সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডা. মিলি।  

সোমবার (২৬ জুন) মিলির পক্ষে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন আগাম জামিন আবেদন করেন।  

বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে আদেশ দেবেন আগামী ৫ জুলাই।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি এ বিষয়ে দেশ গণমাধ্যমকে বলেন, ‘ডা. মিলি এ‌ই মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি।

আদালত শুনানি গ্রহণ করে ৫ জুলাই আদেশের জন্য রেখেছেন। ’

news24bd.tv/আইএএম