জামায়াতের নিবন্ধনের পক্ষে আরও ৪৭ বিশিষ্ট নাগরিকের আবেদন

সংগৃহীত ছবি

জামায়াতের নিবন্ধনের পক্ষে আরও ৪৭ বিশিষ্ট নাগরিকের আবেদন

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার বিরুদ্ধে লিভ টু আপিলে দলটির পক্ষে অংশ নিতে আবেদন করেছেন ৪৭ বিশিষ্ট নাগরিক।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন শেষে এসব তথ্য জানিয়েছেন দলটির আইনজীবী মতিউর রহমান আকন্দ। আবেদনকারীদের মধ্যে মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সাংবাদিকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আছেন বলে জানানো হয়েছে।

এর আগে তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরীর আবেদনের প্রেক্ষিতে সোমবার চেম্বার আদালতের বিচারপতি আবু জাফর সিদ্দিকী এ আদেশ দেন।

রেজাউল হক চাঁদপুরীর করা একটি রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১লা আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

এর আগে জামায়াতের বিরুদ্ধে আদালত অবমাননা করে মিছিল-মিটিংয় করার অভিযোগে আদালত অবমাননার রিট আবেদনে পক্ষভুক্ত হতে আবেদন করেছিলেন ৪২ জন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক