বাংলাদেশের সংকট নিয়ে ভারতের বক্তব্য দুর্ভাগ্যজনক: মির্জা ফখরুল

ফাইল ছবি

বাংলাদেশের সংকট নিয়ে ভারতের বক্তব্য দুর্ভাগ্যজনক: মির্জা ফখরুল

আরেফিন শাকিল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের সংকট নিয়ে ভারতের কূটনৈতিক বক্তব্য সত্যি হলে, সেটি দুর্ভাগ্যজনক, অপ্রত্যাশিত। ভারত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্খাকে সম্মান করবে আশা করে বিএনপি। আজ শনিবার স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, মৌলবাদী শক্তি ক্ষমতায় আসবে না।

ভারত যদি তাদের পূর্বের অবস্থানে অনড় থাকে তবে তা এই অঞ্চলের জন্য শুভকর হবে না।

 মির্জা ফখরুল বলেন, এক দলীয় শাসন দীর্ঘস্হায়ী করতে সরকার মানুষের সব অধিকার হরণ করেছে। সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। এজন্য এক দফা দাবি আদায়ে মাঠে নেমেছে বিএনপিসহ বিরোধী শক্তি।

 

বিএনপি মহাসচিব বলেন, মানুষকে জিম্মি করে দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা করার চক্রান্ত করছে সরকার।