ভাসানচর পরিদর্শন করলো জাতিসংঘের প্রতিনিধি দল

ভাসানচর পরিদর্শন করলো জাতিসংঘের প্রতিনিধি দল

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জেলে পাড়া ও ভাসানচর পরিদর্শন করলেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজাসহ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ৯ সদস্যদের প্রতিনিধি দল।

রোববার বেলা ১১টার দিকে হাতিয়ার উপজেলার বুড়িরচর ইউনিয়নের জেলা পাড়ায় তারা জেলেদের জীবনযাত্রার গল্প শোনেন। এর আগে সকাল ১০ টা ৪০ মিনিটের দিকে তারা বিমানবাহিনীর হেলিকপ্টার যোগে হরেন্দ্র মার্কেট এলাকায় অবতারণ করেন।

এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ নাফিউল হাসান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সহকারী আবাসিক প্রতিনিধি সোনালী দেয়ারাত্নে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতিসংঘের প্রতিনিধিদল উপকূলীয় হাতিয়ার সেলিম বাজার বেড়ির বাধ এলাকায় বিভিন্ন জেলে পরিবারের সুযোগ সুবিধা নিয়ে তাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন সমস্যা সম্ভাবনার গল্প শোনেন। এসময় জেলেরা শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পরবর্তীতে বিদ্যুৎ অফিসের কনফারেন্স রুমে এসে উপজেলার সকল সরকারি, বেসরকারি চাকরিজীবী ও কৃষক শ্রমিক সহ সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন এবং হাতিয়ার মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সাড়ে ১২ টার দিকে বিদ্যুৎ অফিস মাঠ হতে পুনরায় হেলিকপ্টার যোগে ভাসানচরের উদ্দেশ্যে রওয়া করেন তারা।

বেলা পৌনে বারোটার দিকে হেলিকপ্টারে ভাসানচরে যান।

হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী বলেন, সংক্ষিপ্ত সফরে জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজাসহ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ৯ সদস্যদের প্রতিনিধি দল হাতিয়ায় এসে জেলেপাড়ায় জেলেদের সাথে কথা বলেছেন। জেলেরা ভাতাসহ সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন বলে প্রতিনিধি দলকে জানান। নদী ভাঙন রোধে কাজ করার জন্য জেলেরা জানান। প্রতিনিধি দল সব কিছু শুনেছেন তারা তারপর ভাসানচরের উদ্দেশে রওনা করেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক