বিএনপির সমাবেশের স্থান চূড়ান্ত হয়নি : ডিএমপি

সংগৃহীত ছবি

বিএনপির সমাবেশের স্থান চূড়ান্ত হয়নি : ডিএমপি

অনলাইন ডেস্ক

বিএনপিকে সমাবেশের অনুমতি দিবে পুলিশ। তবে সেটা কোন জায়গায় হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

নয়াপল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে ২৮ অক্টোবর বিএনপি মহাসমাবেশ করতে চায়। এই মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয় ১৮ অক্টোবর।

এর তিন দিনের মাথায় গত শনিবার (২১ অক্টোবর) সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করে বিএনপি।

এ বিষয়ে সোমবার (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনার বলেন, বিএনপির সমাবেশের বিষয়ে বিচার-বিশ্লেষণ করে দেখা হচ্ছে, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিএনপি ছোট, মাঝারি নাকি বড় আকারে জনসমাবেশ করবে সেসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে, আমরা চাই জনদুর্ভোগ এড়াতে।

ডিএমপি সূত্র বলছে, নয়াপল্টনে বিএনপিকে মহাসমাবেশের অনুমতি না-ও দেওয়া হতে পারে। এর বদলে তাদের ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা সায়েদাবাদ বাস টার্মিনালের কাছের গোলাপবাগ মাঠে সমাবেশ করার জন্য বলা হতে পারে পুলিশের পক্ষ থেকে।

news24bd.tv/কেআই