হিজাজ থেকে আবির্ভূত আগুন সম্পর্কে মহানবী (সা.) যা বলেছেন

প্রতীকী ছবি

হিজাজ থেকে আবির্ভূত আগুন সম্পর্কে মহানবী (সা.) যা বলেছেন

 আহমাদ ইজাজ

কিয়ামতের অন্যতম আলামত হলো মদিনার পার্শ্ববর্তী হিজাজ থেকে আগুনের আবির্ভাব। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ হিজাজের জমিন থেকে এমন আগুন বের হবে, যা বসরার উটগুলোর গর্দান আলোকিত করে দেবে। (বুখারি, হাদিস : ৭১১৮)

এই আগুন হিজরি সপ্তম শতাব্দীতে প্রকাশিত হয়েছে। ইমাম নববী (রহ.) বলেন, ‘আমাদের যুগে ৬৫৪ হিজরিতে এই আগুনের আবির্ভাব ঘটে।

এটি ভয়ংকর আগুন ছিল, যা মদিনার পূর্ব ও হাররার পেছনে দেখা গিয়েছিল। এ ব্যাপারে সব সিরিয়াবাসী ও শহরবাসীর কাছে নিরঙ্কুশ সংবাদ পৌঁছেছে এবং মদিনার প্রত্যক্ষদর্শীরা আমাকে সংবাদ দিয়েছে। ’ (শারহুন নববি আলা মুসলিম, উক্ত হাদিসের ব্যাখ্যা দ্রষ্টব্য)

ইমাম কুরতুবি (রহ.) বলেন, মদিনার পার্শ্ববর্তী হিজাজ থেকে আগুন বের হয়। এর সূচনা হয়েছিল মারাত্মক একটি ভূমিকম্পের মাধ্যমে, যা ৬৫৪ হিজরির জুমাদাল উখরা মাসের তৃতীয় দিন বুধবার রাতে ইশার পরে ঘটেছিল।

এটি শুক্রবার দিপ্রহর পর্যন্ত স্থায়ী হয়। (আত-তাজকিরা : ১/১২৩৬)

এই আগুন সেই আগুন নয়, যা লোকদের তাড়িয়ে হাশরের ময়দানে নিয়ে যাবে। কিয়ামতের আগে আদন গুহা বা ইয়েমেন থেকে আরেকটি আগুনের আবির্ভাব ঘটবে, যা সব মানুষকে হাশরের মাঠে একত্র করবে। (মুসলিম, হাদিস : ৭১৭৮)

 

এই রকম আরও টপিক