কুকুরের মাংস দিয়ে তৈরি হতো বিরিয়ানি

জবাই করা কুকুরসহ গ্রেপ্তার ৪ 

কুকুরের মাংস দিয়ে তৈরি হতো বিরিয়ানি

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনার খালিশপুরে কুকুর জবাই করে তার মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করা হতো। তা বিক্রি করা হতো কম দামে পথে ঘাটে। বিভিন্ন হোটেলেও সরবরাহ করা হতো এই মাংস।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে পরিত্যক্ত ভবন থেকে জবাইকৃত একটি কুকুরুরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা প্রায় মাস ধরে ওই স্থানে কুকুর জবাই করে তার মাংস বিক্রি করেছে বলে পুলিশকে জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- চক্রের প্রধান স্কুল ছাত্র তাজ (১৬), আবু সাইদ (৩৭), মোঃ সিয়াম (১৬) ও প্রেম সরদার (১৬)। ঘটনায় জড়িত আরমান ও উৎস পলাতক রয়েছে।

এর মধ্যে আবু সাঈদ জবাইকৃত কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে কম দামে বিক্রি করতো।

এছাড়া কয়েকটি হোটেলেও তারা কম দামে এই মাংস সরবরাহ করেছে বলে জানায়।

খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে জবাই করা একটি কুকুরসহ হাতেনাতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে জবাই করা কুকুর, আগে জবাই করে মাংস বিক্রি করা কুকুরের চামড়া, হাড় উদ্ধার করা হয়েছে।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক