দুশ্চিন্তার ভাঁজ মোদীর কপালে!

সংগৃহীত ছবি

দুশ্চিন্তার ভাঁজ মোদীর কপালে!

অনলাইন ডেস্ক

ভারতের লোকসভায় অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা ঢুকে পড়ার ঘটনাটি গভীর উদ্বেগের বিষয় বলে জানালেন দেশটির প্রধানমন্ত্রী ও বর্তমান বিজেপি নেতা নরেন্দ্র মোদী। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। (সূত্র: টাইমস অব ইন্ডিয়া)

রোববার (১৭ ডিসেম্বর) নরেন্দ্র মোদী বিগত কয়েকদিন ধরে আলোচিত এ বিষয়টিকে নিয়ে নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে বলেন, ২০০১ সালের সংসদে সন্ত্রাসী আক্রমণের পর গত বুধবারের (১৩ ডিসেম্বর) ঘটনাটি নিয়েও দেশে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

বিরোধীপক্ষ কংগ্রেস বিষয়টিকে নিয়ে যাতে বাড়াবাড়ি না করে সে বিষয়েও সতর্ক করেন মোদী।

বরং এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় সেজন্য সব দলকে যৌথভাবে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত রোববার (১৩ ডিসেম্বর) ভারতের লোকসভার তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে দুইজন লোক প্রবেশ করেন যারা পরবর্তীতে নিজেদের বেকারত্বের শিকার বলে দাবি করেন। দেশটিতে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মতো সমস্যাগুলো বেড়ে প্রকট হওয়ার জন্য বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকারকেই দুষছে প্রধান বিরোধীদল কংগ্রেস।

news24bd.tv/SC