শৈলকূপায় নসিমন-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি

শৈলকূপায় নসিমন-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকূপায় নসিমন মহেন্দ্র মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও তিনজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মাগুরা দরবার শরীফ থেকে মাহফিল শুনে বাড়ি ফেরার পথে শৈলকুপার লাঙ্গলবাঁধ-শ্রীপুর সড়কের শেখপাড়া নামক স্থানে নসিমন ও মহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হন। শুক্রবার(২২ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।  

আরও পড়ুন: শনিবার যেসব জায়গায় বৃষ্টি হতে পারে

নিহত ব্যক্তিরা হলেন- শৈলকূপা উপজেলার নওপাড়া গ্রামের জেহের আলী বিশ্বাসের ছেলে মহেন্দ্র ড্রাইভার বাবু বিশ্বাস (৫০) ও একই উপজেলার কবিরপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান (৬৭)।

এছাড়া গাড়িতে থাকা ফাজিলপুর গ্রামের স্বপন মিয়াসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: রেলের নিরাপত্তায় দুই হাজার ৭০০ আনসার নিয়োগ 

এ বিষয়ে শৈলকূপার লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হামিদুল ইসলাম জানান, মাগুরা দরবার শরীফ থেকে বাড়ি ফেরার সময় শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের শেখপাড়া নামক স্থানে মহেন্দ্র-নাসিমন মুখোমুখি সংঘর্ষ ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার সময় পথি মধ্যে মাহেন্দ্র চালক বাবু বিশ্বাস ও আসাদুজ্জামান নামের দুইজন মারা যান। গুরুতর আহত ৩ জন কুষ্টিয়া ও মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

news24bd.tv/কেআই