বসুন্ধরা কিংসে বড়দিনের আমেজ

সংগৃহীত ছবি

বসুন্ধরা কিংসে বড়দিনের আমেজ

অনলাইন ডেস্ক

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন আজ। বিশ্ব ক্রীড়াঙ্গনের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও দিনটিকে ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবের বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের অধিকাংশই খিস্ট্রীয় ধর্মাবলম্বী।

বাংলাদেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের ছয় বিদেশি ফুটবলার ও কয়েকজন বিদেশি কোচিং স্টাফ রয়েছেন।

আজ বড় দিন উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে তাদের জন্য ভিন্ন আয়োজন করা হয়। কেক কাটা ও আনুষাঙ্গিক সাজসজ্জাও হয়েছে কিংস ক্লাবে।

বিদেশি খেলোয়াড়, কোচিং স্টাফের সঙ্গে বাংলাদেশি ফুটবলার ও কোচরা এক সঙ্গে বেশ উৎসবমুখর পরিবেশে বসুন্ধরা কিংস বড় দিন উদযাপন করেছে।  ফেসবুকে পোস্ট দিয়ে বসুন্ধরা কিংস লেখে, 'আমাদের পরিবার নিয়ে উদযাপন করছি।

’ 

তবে বড় দিন উপলক্ষ্যে কিংসের বিদেশি ফুটবলার ও কোচিং স্টাফের বিশ্রাম নেয়ার সুযোগ নেই। আগামীকাল ফর্টিজ এফসির বিপক্ষে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। সেই ম্যাচ সামনে রেখে তাই আজও অনুশীলনে ঘাম ঝরাতে হয়েছে ফুটবলারদের।

জাতীয় ফুটবল দলের স্পেনিশ কোচ হাভিয়ের কাবরেরা অবশ্য বড় দিন উপলক্ষ্যে ছুটি নিয়েছেন। বড় দিন ও নববর্ষ পালন করে বাংলাদেশে ফেরার কথা তার।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক