বাগেরহাটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবুল চন্দ্র মৃধা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) সদরের দড়াটানা সেতুতে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাবুল চন্দ্র মৃধা জেলার শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের সামান্ত চন্দ্র মৃধার ছেলে। তিনি চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন।
বাগেরহাট মডেল থানার ওসি সাইদুর রহমান জানান, বাবুল মৃধা বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে ভাড়ার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ওই সেতুতে ওঠার পর বিপরীতমুখী একটি পিকআপ ধাক্কা দেয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ ধাওয়া করে পিকআপটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
news24bd.tv/কেআই