বগুড়ায় তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস

শৈত্যপ্রবাহের প্রতীকী ছবি।

বগুড়ায় তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস

বগুড়া প্রতিনিধি

সারাদেশেই চলছে শৈত্যপ্রবাহ। এর মাঝে মঙ্গলবার সকালে বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বগুড়া আবহাওয়া অফিস জানায়, বগুড়ার উপর দিয়ে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার সকালে মৌসুমের সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সামনে আরও তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে।

শীতের তীব্রতার সঙ্গে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। এদের বেশিরভাগ রোগীই ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত। স্থানীয় চিকিৎসকরা জানান, শীতের কারণে শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া, অ্যাজমা, জ্বর, কাশি ও চর্ম রোগীদের সংখ্যা বেশি।

শীতে সতর্ক না হলে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে।

news24bd.tv/FA