বগুড়ায় মঞ্চস্থ হবে প্রত্ননাটক ‘মহাস্থান’

প্রত্ননাটক ‘মহাস্থান’

বগুড়ায় মঞ্চস্থ হবে প্রত্ননাটক ‘মহাস্থান’

বগুড়া প্রতিনিধি

বগুড়ার ঐতিহাসিক ভাসুবিহারে আগামী শুক্র ও শনিবার মঞ্চস্থ হবে প্রত্ননাটক ‘মহাস্থান’। বাংলাদেশ শিল্পকলা একাডেমী এই অঞ্চলের আড়াই হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য নিয়ে এই নাটক মঞ্চে আনছে। প্রায় সোয়া দুই ঘণ্টার এই নাটকে অংশ নিচ্ছেন তিন শতাধিক শিল্পী ও কলাকুশলী। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী আজ বৃহস্পতিবার বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

ড. সেলিম মোজাহারের রচনায় প্রত্ননাটক ‘মহাস্থান’ এর নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। মহাস্থানের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের শৈল্পিক উপস্থাপনই এই নাটকের মূল প্রতিপাদ্য। শুক্রবার বিকেলে দুদিনব্যাপী এই নাটক মঞ্চায়নের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসির উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাচীন শিকার যুগ থেকে শুরু করে বিভিন্ন সময়ের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষপটের ভিত্তিতে এই অঞ্চলে ঘটে যাওযা ঘটনা সমূহ পালাগানরূপে নাটকে ফুটে তোলা হবে। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

(নিউজ টোয়েন্টিফোর/রউফ/তৌহিদ)

সম্পর্কিত খবর