ভোট কেন্দ্রে ফোন ব্যবহারের অভিযোগে দুই এজেন্টকে কারাদণ্ড

ফোন ব্যবহারের অভিযোগে দুই এজেন্টকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ভোট কেন্দ্রে ফোন ব্যবহারের অভিযোগে দুই এজেন্টকে কারাদণ্ড

বরগুনা প্রতিনিধি

বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ দুই এজেন্টকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার (৭ জানুয়ারি) বেলা ১টায় ওই দুই এজেন্টকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহ রিটার্নিং কর্মকর্তা মো. শামীম মিঞা।

তিনি জানান, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মাহবুবুর রহমান অভির এজেন্ট মোখলেছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের এজেন্ট মনির হোসেন ভোট কক্ষে মোবাইল ব্যবহার করায় নির্বাচনী অপরাধ বিচার আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ তাদের দণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুইটি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। উপকূলীয় জেলায় মোট দুইটি সংসদীয় আসন। বরগুনা-১ (সদর, আমতলী, তালতলী) আসনে মোট ভোটকেন্দ্র ১৮৭টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯১৭ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৭৫০, নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।

বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনে মোট ভোটকেন্দ্র ১১৪টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ২৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৫৯৫, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

news24bd.tv/DHL