ভোটের মাঠ পরিদর্শনে গিয়ে যা বললেন বিদেশি পর্যবেক্ষকরা 

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন একজন বিদেশি পর্যবেক্ষক

ভোটের মাঠ পরিদর্শনে গিয়ে যা বললেন বিদেশি পর্যবেক্ষকরা 

অনলাইন ডেস্ক

বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় শেষ হওয়া এ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কানাডা, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অন্তত ৭০ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণে তাদের মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে।

 

দুপুরে রাজধানীর দারুস সালামে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে সংবাদ মাধ্যমকে বলেন, ‘ভোটের পরিবেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে। সবকিছু ভালো মনে হয়েছে। আশা করছি  ৫০ শতাংশ ভোট পড়বে।

আর সেই অর্থে আমরা যে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছি, সেগুলোতে কোনো ত্রুটি চোখে পড়েনি। ’

একই কেন্দ্র পরিদর্শন করে পলিটিক্যাল এডিটর আয়ারল্যান্ড নিকোলাস হুপাওয়াল বলেন, ‘ভোটের পরিবেশ যতটা দেখেছি, তা শান্তিপূর্ণ ও নিরাপদ। রাজনৈতিক অফিসের তুলনায় পোলিং স্টেশনের সংখ্যা কম মনে হয়েছে। পোলিং স্টেশন মাত্র চার হাজার, যেটা খুব নগণ্য মনে হয়েছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে, সবকিছু শান্তিপূর্ণ। ’

নারী ভোটারদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন নিকোলাস। তিনি বলেন, ‘নারীরা ভোট দিচ্ছে। খুব বড় একটা সংখ্যা দেখেছি। নারীরা তাদের ভোট প্রয়োগ করছে। ’

জার্মান সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ভলকার ইউ ফ্রেডরিক বলেন, ‘স্বচ্ছ নিয়ম মেনে ভোট হচ্ছে। ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি। আমরা এখানে ভোট দেখতে এসে খুশি। আমরা আরও অনেক ভোট কেন্দ্র ঘুরে দেখার বিষয়ে উদগ্রীব। ভোটের ফলাফল নিয়েও আমাদের আগ্রহ থাকবে। ’

নির্বাচনী পরিবেশ ভালো মনে হলেও ভোটার উপস্থিতি খুবই কম মনে হয়েছে পর্যবেক্ষক হিসেবে ভোটকেন্দ্র পরিদর্শনে থাকা স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডের। ঢাকার  সিদ্ধেশ্বরীস্থ ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ মহিলা ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকরা ভোটের পরিবেশ ও ভোটার উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে মার্টিন ডে বলেন, ‘এখনই মন্তব্য করছি না। কিন্তু ভোটার উপস্থিতি যথেষ্ট নয়। ’
 
তবে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নাইজেরিয়া।  

এছাড়া নির্বাচন শেষে ব্রিফিংয়ে রাশিয়ার পর্যবেক্ষক আন্দ্রে ওয়াই সুতভ বলেছেন, নির্বাচন এমনভাবে হয়েছে যা গণতান্ত্রিক পরিবশকে আরও শক্তিশালী করবে।  

তবে নরওয়ের অ্যান্ডার্স নিলস হেনরি নর্ডিন, অস্ট্রেলিয়ার শওকত মুসলিমিন ও যুক্তরাষ্ট্রের জিম বেটস ভোটের মাঠ পর্যবেক্ষণের সময় জানান, ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তেমন ভোট পড়েনি। এ সময় ভোটারদের এত কম উপস্থিতির বিষয়ে হতাশা প্রকাশ করেন তারা।  

এদিকে ভারতের পর্যবেক্ষক দল জানিয়েছে, অনেক দেশের চেয়ে ভালো ভোট হয়েছে।  

যাত্রাবাড়ীতে একটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে নিউজ-২৪ এর সঙ্গে কথা বলেন ইইউ-ইউএস এর প্রতিনিধি দল। তারা ভোটের পরিবেশ শান্তিপূর্ণ হয়েছে তবে ভোটার উপস্থিতি কম বলে মন্তব্য করেছে।  

সকাল ৯টায় রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্র পরিদর্শন করেন চীন এবং মরিশাসের প্রতিনিধি দল। একই সময় শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্র পরিদর্শন করেন উজবেকিস্তানের প্রতিনিধি দল। সকাল সাড়ে এগারোটায় একই কলেজ কেন্দ্র পরিদর্শনে আসে রাশিয়ান পর্যবেক্ষক দল।  
news24bd.tv/আইএএম