রাজশাহীতে কুয়াশার সাথে বাড়ছে বাতাসের গতিবেগ

রাজশাহীতে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত। ছবি: নিউজ২৪

রাজশাহীতে কুয়াশার সাথে বাড়ছে বাতাসের গতিবেগ

অনলাইন ডেস্ক

রাজশাহীতে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত। কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাতাসের গতিবেগ। কুয়াশার চাদরে ঢাকা পরছে চারদিক। দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬ টায় বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ এবং গতিবেগ ছিল ১ দশমিক ৮ কিলোমিটার।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী আরও দুইদিন মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। ঘন কুয়াশার সাথে পশ্চিম উত্তর থেকে প্রবাহিত বাতাসের গতি বাড়বে।

 

তারা আরও জানায়, আগামী ১৮ ও ১৯ জানুয়ারি গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে রয়েছে।

news24bd.tv/DHL

এই রকম আরও টপিক