মন্ত্রণালয়ে ১০০ দিনের পরিকল্পনা হাতে নেবেন পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী- ফাইল ছবি।

মন্ত্রণালয়ে ১০০ দিনের পরিকল্পনা হাতে নেবেন পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবের হোসেন চৌধুরী। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের চেয়ারে বসে মন্ত্রী বললেন, 'দায় দায়িত্বে বেড়েছে। পালন করতেই হবে, করবো। '

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, এখানে চ্যালেঞ্জ অনেক।

দলগতভাবেই (টিমওয়ার্ক) গোটা মন্ত্রণালয় কাজ করবে।

সাবের হোসেন বলেন, পরিবেশ-বন এ দুটো মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে রয়েছে। নিয়ন্ত্রণে রয়েছে বলতে চাইলেই এ দুটো নিয়ে কাজ করা যাবে। কিন্তু জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের হাতে নেই।

তবে বিরূপ প্রভাব ঠেকাতে কাজ করবে মন্ত্রণালয়।

বনমন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়ের কাজে কোনোরকম ব্যত্যয় মেনে নেয়া হবে না। শুধু বলার জন্য না বলে কাজেই প্রমাণ হবে। আগামী ৭ দিনের মধ্যে ১০০ দিনের পরিকল্পনা করা হবে।

news24bd.tv/FA