স্বয়ংক্রিয়ভাবে রেমিট্যান্স বাড়বে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

স্বয়ংক্রিয়ভাবে রেমিট্যান্স বাড়বে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর মাধ্যমে রেমিট্যান্স আনতে জোর দিচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

রোববার (১৪ জানুয়ারি) কর্মদিবসের প্রথম দিন সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে এসব কথা জানান তিনি।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, ‘আমরা বৈদেশিক মুদ্রা আনার দিকে এবং কর্মসংস্থানের দিকটা দেখব। দক্ষ শ্রমিক, দক্ষ মানুষ তৈরি করতে চাই আমরা।

যারা বিদেশে যেতে চায়, তাদের উপযুক্তভাবে ট্রেনিং দিয়ে পাঠালে আমাদের আরও বেশি ভালো হয় এবং বৈদেশিক মুদ্রা আহরণ করা যায়। যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, বিদেশে কর্মের জন্য গেছে, তাদের আশ্বস্ত করতে হবে এ দেশ সবার। যারা বিদেশে ব্যবসা করছেন, তাদের ব্যবসার ব্যবস্থা করে দিতে হবে। সবাই যেন বিনিয়োগ করতে পারে।

রেমিট্যান্স প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রেমিট্যান্স বাড়বে। অটোমেটিকলি বাড়বে। কারণ, আমরা শুধু আনব না, বিদেশে বিক্রিও করব। আমাদের প্রত্যেক সেক্টর মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়েছে। এগুলো আমরা দেখছি, দেখব। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ’

news24bd.tv/SC