বিএনপির ওপর মানুষ বীতশ্রদ্ধ : প্রধানমন্ত্রী

বিএনপির ওপর মানুষ বীতশ্রদ্ধ : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুন সন্ত্রাসীদের কোনো ছাড় নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (১৪ জানুয়ারি) গোপালগঞ্জের কোটালিপাড়ায় নিজ নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ভোট বানচালে বিএনপির চক্রান্ত ধূলিসাৎ করেছে জনগণ।

৭৫ পরবর্তী কোনো নির্বাচন যেন না হতে পারে সেটাই ছিলো তাদের চক্রান্ত।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। এদিন সকাল থেকেই শত শত নারী পুরুষ পঞ্চমবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে সভায় সমবেত হন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন কাজী আকরাম উদ্দিন আহমেদ ও শহীদুল্লাহ খন্দকার।

পরে স্থানীয় নেতাকর্মীরাও ফুল দিয়ে বরণ করে নেন তাকে।

শনিবার (১৩ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দুই দিনের সফরে গোপালগঞ্জে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান সরকারপ্রধান।

news24bd.tv/FA