কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ছবি: নিউজ২৪

কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রোববার (২১ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে অবস্থান করায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানিয়েছেন, পূর্বের ঘোষণা অনুযায়ী মাধ্যমিক পর্যায় পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে টানা শৈত্যপ্রবাহের কারণে প্রভাব পরেছে শ্রমজীবী ছিন্নমূল মানুষের মধ্যে।

কাজে যেতে না পারায় খাদ্য সংকটে ভুগছেন তারা। সেই সঙ্গে ভারী শীত বস্ত্রের প্রয়োজন দেখা দিয়েছে।

স্থানীয় এক ব্যক্তি বলেন, ঠান্ডার কারণে কাজে যেতে পারছি না। কাজ বন্ধ রয়েছে।

আমরা এখন কাজ বাদ দিয়ে আগুন পোহাচ্ছি। আরেকজন বলেন, আমরা কিছুদিন যাবত কাজ খুঁজে পাচ্ছি না। খাওয়া দাওয়ার অনেক কষ্ট হয়ে যাচ্ছে।

অপরদিকে আলুক্ষেতে দেখা দিয়েছে লেটব্রাইট রোগ। চাষীদের কীটনাশকের পিছনে অতিরিক্ত অর্থ ব্যয় করতে গিয়ে লোকসানের আশংকা করছেন তারা।

একজন চাষী বলেন, শীতের কারণে ক্ষেতে লেটব্রাইট রোগ দেখা দিয়েছে। কিছুদিন পরপর স্প্রে করা লাগে। ওষুধের দাম বেশি। এবার উৎপাদন খরচ বেশি হতে পারে।

news24bd.tv/DHL