স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় চার স্তম্ভের ভিত মজবুত হয়েছে: পলক 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বক্তব্য দিচ্ছেন।

স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় চার স্তম্ভের ভিত মজবুত হয়েছে: পলক 

রাজশাহী প্রতিনিধি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চার স্তম্ভের ভিত মজবুত হয়েছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রযাত্রায় বাংলাদেশ অনেক দূর এগিয়েছে।

আজ রোববার বিকেল ৫ টায় রাজশাহী সিটি কর্পোরেশনের আইসিটি ল্যাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তথ্যপ্রযুক্তি খাতে দেশ এগিয়ে যাচ্ছে।

এর ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণ এর সুফল পাচ্ছে।

পরে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক