মুসলিম লীগের প্রার্থী খ্রিস্টান নারী!

শান্তি রিবারু (৫৫)।

মুসলিম লীগের প্রার্থী খ্রিস্টান নারী!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে একাদশ জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে মুসলিম লীগ থেকে মনোনয়নপত্র জমা দিলেন খ্রিস্টান নারী শান্তি রিবারু (৫৫)।

বুধবার বিকেল চারটার দিকে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত বড়াইগ্রামের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার পারভেজের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।

তিনিই এই আসনের একমাত্র নারী প্রার্থী। শান্তি রিবারু ন্যাপ (ভাসানী) দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান।

ন্যাপ (ভাসানী) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না থাকায় তিনি মুসলিমলীগ থেকে দলীয় মনোনয়ন নিয়ে তার মনোনয়নপত্র জমা দেন।

শান্তি রানী জানান, প্রায় ১০ বছর ধরে ন্যাপ (ভাসানী) রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। দলের ইচ্ছে এবং একই সঙ্গে নিজের প্রবল ইচ্ছে থাকার কারণেই এই আসনে এমপি পদে প্রার্থী হয়েছি।

তিনি আরও জানান, মুসলিমলীগ থেকে খ্রিস্টান নারী হিসেবে এই মনোনয়ন লাভ সাম্প্রদায়িক সম্প্রতির বাংলাদেশের একটি অন্যন্য উদাহরণ।

এই আসনের একমাত্র নারী প্রার্থী হিসেবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণ তাকে এমপি হিসেবে বেছে নেবেন বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদী।

শান্তি রিবারু বড়াইগ্রামের বনপাড়া দক্ষিণ পাড়ার নিলুস রিবারুর স্ত্রী ও বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রামীণ আত্মউন্নয়ন সেন্টারের চেয়ারম্যান।  

(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)

সম্পর্কিত খবর