কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় কথিত দুই সাংবাদিক গ্রেপ্তার

পুলিশের হাতে আটক দুই কথিত সাংবাদিক - নিউজ টোয়েন্টিফোর

কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় কথিত দুই সাংবাদিক গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম নামে কথিত দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে কুড়িগ্রাম সদর ও মোগলবাসা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২২ জানুয়ারী ধরলা নদীর তীর রক্ষা বাঁধের নির্মান কাজের এস কে এমদাদুল হক আল মামুন ঠিকাদারী প্রতিষ্ঠানে ওই দুইজন সাংবাদিক পরিচয়ে সাব ঠিকাদার জাহিদুল ইসলামের নিকট এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আটককৃত দুই সাংবাদিক সাব ঠিকাদার জাহিদুল ইসলামকে মারধর করে তার নিকট থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় জাহিদুল ইসলাম গত ৩০ জানুয়ারী সদর থানায় ছিনতাই ও চাঁদাবাজি মামলা দায়ের করে। পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে দুই সাংবাদিককে গ্রেপ্তার করে সকালে তাদের জেল হাজতে প্রেরণ করে। তারা দুজন সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল।

news24bd.tv/SHS