ডেঙ্গুতে রাবি শিক্ষার্থীর মৃত্যু 

সংগৃহীত ছবি

ডেঙ্গুতে রাবি শিক্ষার্থীর মৃত্যু 

অনলাইন ডেস্ক

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। মৃত শিক্ষার্থী মুরাদ হাসান মৃধা গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন। তিনি জানান, আগামীকাল জানাজা শেষে তার নিজ বাড়িতে লাশ দাফন করা হবে।

তিনি আরও জানান, গত ২৬ জানুয়ারি মুরাদের জ্বর হয়। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

তারপর থেকেই তার অবস্থা অবনতি ঘটছিল। আজ রাত সাড়ে ৭টায় রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাস নিয়ে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ৮টার দিকে মুরাদের গ্রামের বাড়ির উদ্দ্যেশে রওনা হয়েছি।  

মুরাদের সহপাঠীরা জানান, তারা বন্ধুর লাশ নিয়ে তার গ্রামের বাড়ি নাটোরে গেছে। সেখানে তার নিজ বিভাগের শিক্ষার্থীসহ শিক্ষকরা এসেছেন। সকালে তার জানাজা শেষে দাফন করা হবে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক