বায়ুদূষণ রোধে ‘জরুরি সতর্কীকরণ বার্তা’ চালুর নির্দেশ 

হাইকোর্ট

বায়ুদূষণ রোধে ‘জরুরি সতর্কীকরণ বার্তা’ চালুর নির্দেশ 

অনলাইন ডেস্ক

সারাদেশে বায়ুদূষণ রোধে ‘জরুরি সতর্কীকরণ বার্তা’ চালুর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বায়ুদূষণকারী কার্যক্রম ও বায়ুদূষণের প্রধান উৎস চিহ্নিত করার পাশাপাশি বায়ুদূষণ কমাতে সময়সীমাভিত্তিক (টাইম বাউন্ড অ্যাকশন) কর্মপরিকল্পনা প্রণয়নেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বায়ুদূষণ রোধে দুই বছর আগে এসব নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। এসব নির্দেশনা বাস্তবায়নের নির্দেশনা চেয়ে সম্প্রতি হাইকোর্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির পক্ষে আবেদন করা হয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সেই আবেদনে শুনানির পর বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি মো. আতাবুল্লাহ হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এস হাসানুল হক বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ সরকার।

২০২২ সালে ঢাকার বায়ুদূষণ নিয়ে বেলার পক্ষে একটি রিট আবেদন করা হয়।

সে আবেদনে প্রাথমিক শুনানির পর ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দিয়েছিলেন। জরুরি সতর্কীকরণ বার্তা চালু, টাইম বাউন্ড অ্যাকশন (সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনা) প্রণয়নের নির্দেশনা সে আদেশে ছিল। নির্দেশনা থাকার পরও বায়ুদূষণ রোধে এসব নির্দেশনার বাস্তবায়ন হচ্ছিল না। এ অবস্থায় গত ২৮ ডিসেম্বর বায়ুদূষণ রোধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করতে পরিবেশসচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছিল।

এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। যে কারণে হাইকোর্টে আবেদন করা হয়। আদালত শুনানির পর আদেশ দিয়েছেন।