আজও সগিরা মোর্শেদ হত্যার রায় হলো না  

সগিরা মোর্শেদ--ফাইল ছবি।

আজও সগিরা মোর্শেদ হত্যার রায় হলো না  

অনলাইন ডেস্ক

আজ বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরীতে পারিবারিক দ্বন্দ্বে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যার রায় হওয়ার কথা ছিল। প্রায় তিন যুগ আগের এই মামলা । কিন্তু আজও  রায় হলো না।  
ঢাকার বিশেষ দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইনের আদালতে বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন।

কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় বিচারক আগামী ২০ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেন।  
বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ এ তথ্য জানিয়েছেন।
সগিরার ভাসুর ডা. হাসান আলী চৌধুরী , জা সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন, শ্যালক আনাছ মাহমুদ রেজওয়ান, মারুফ রেজা, ও মন্টু মন্ডল ওরফে মিন্টু এ মামলার আসামি। তাদের মধ্যে আনাস মাহমুদ এবং মারুফ রেজা কারাগারে।
অন্যরা জামিনে রয়েছেন।  
রায়ের জন্য কারাগারে থাকা আসামিদের এদিন আদালতে হাজির করা হয়। কিন্তু রায় পিছিয়ে যাওয়ায় তাদের আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
১৯৮৯ সালের ২৫ জুলাই ভিকারুননিসা নূন স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে সিদ্ধেশ্বরী রোডে মোটরবাইকে আসা আততায়ীর গুলিতে নিহত হন সগিরা মোর্শেদ।
ওই দিনই রমনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন সগিরা মোর্শেদের স্বামী সালাম চৌধুরী।  
যেদিন সগিরা মোর্শেদকে হত্যা করা হয় সেসময় প্রথমে মনে করা হয়েছিল রিকশায় করে যাবার পথে সেই মহিলার অলংকার ছিনতাইয়ের চেষ্টার সময় বাধা পেয়ে তাকে গুলি করে দু'জন লোক ।
কিন্তু আসলে এটা ছিনতাই ছিল না, ছিল এক পরিকল্পিত হত্যাকান্ড , যার পেছনে ছিল পারিবারিক দ্বন্দ্ব।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এক দীর্ঘ তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।

news24bd.tv/ডিডি