শিক্ষার্থীদের উন্নত চরিত্রের অধিকারী হওয়ার আহ্বান সেনাপ্রধানের

পায়রা উড়িয়ে অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদ মালটিপারপাস হলের উদ্ভোধন করেন সেনাপ্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ

শিক্ষার্থীদের উন্নত চরিত্রের অধিকারী হওয়ার আহ্বান সেনাপ্রধানের

অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের উন্নত চরিত্রের অধিকারী হওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ কর্ণধর। তাদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; নৈতিক চরিত্র, আচার ব্যবহার— সবকিছু উন্নত করতে হবে। নিজেদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার বাইরে খেলাধুলাসহ নানা গঠনমূলক কর্মকাণ্ডে জড়িত হতে হবে।

এর মধ্য দিয়ে তারা শারীরিক ও মানসিক বিকাশ লাভে সচেষ্ট হবে।  

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ পৈতৃক নিবাস নড়াইলের মল্লিকপুর এলাকায় মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এক সুধি সমাবেশে প্রধান অতিধির বক্তব্যে সেনাপ্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ এ সব কথা বলেন।  

সেনাপ্রধান শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ের ওপর জোর দিয়ে আরও বলেন, বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়ন হলেই শুধু হবে না, লেখাপড়ার মান উন্নয়নে মনোযোগী হয়ে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও দেশের মুখ উজ্জ্বল করতে অবদান রাখতে হবে।  

এ সময় নড়াইলের এই কৃতি সন্তান তাঁর বক্তব্যে সারা জীবন নড়াইলের মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেন।

 

অনুষ্ঠানে সেনাপ্রধান উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া কয়েকজন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি তুলে দেন। এ সময় সেনাবাহিনীর চিফ কনসালটেন্ট জেনারেল এ কে এম রেজাউল মজিদ, জেনারেল অফিসার কমাডিং, যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।  

সুধি সমাবেশের আগে সেনাপ্রধান তার পিতার নামে বিদ্যালয়ের নবনির্মিত অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদ মালটিপারপাস হলের উদ্ভোধন করেন। এর আগে জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ তাদের নিজ গ্রাম করফায় নিজের দান করা জায়গায় সৌদি দাতা সংস্থা আবী বদর কতৃক নবিনির্মিত ‘আল হুদা মসজিদ’ উদ্ভোধন করেন। মসজিদ উদ্ভোধন শেষে সেনাপ্রধান সেখানে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নেন।  

এ সময় সেনাপ্রধানকে একনজর দেখতে নারী পুরুষ নির্বিশেষে এলাকার নানা বয়সের মানুষ ভিড় করেন।  

এছাড়াও এ দিন নড়াইলে সেনাপ্রধানের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, পদ্ম সেতু রেল সংযোগ প্রকল্পের নড়াইলের রেল স্টেশনের নির্মান কাজ পরিদর্শন, কম্বল বিতরণ ইত্যাদি।
news24bd.tv/আইএএম