রমজানেও চলবে বিএনপির আন্দোলন : আমীর খসরু

ফাইল ছবি

রমজানেও চলবে বিএনপির আন্দোলন : আমীর খসরু

চট্টগ্রাম প্রতিনিধি

দেশের ৯৫ শতাংশ মানুষ ৭ জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করে আবারও ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২ মার্চ) বিকালে চট্টগ্রাম নগরীর দলীয় কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, বিএনপির আন্দোলন চলমান আছে। ফ্যাসিস্ট সরকারে পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

খসরু বলেন, অবৈধ ফ্যাসিস্ট সরকার জেল জুলুম দিয়ে বিএনপি নেতাকর্মীদের মনোবল ভাঙতে পারেনি। বরং আন্দোলনে বিএনপির জয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রমজান মাসেও বিএনপির কর্মসূচি চলমান থাকবে বলেও জানান বিএনপির এ সিনিয়র নেতা।

বিএনপির আহ্বায়ক ডা. শাহাদত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, বিএনপির কেন্দ্রীয় নেতা এসএম ফজলুল হক, উদয় কুসুম বড়ুয়া, আবুল হাসেম বক্কর বক্তব্য রাখেন।

news24bd.tv/FA