নারীবাদী নির্মাতারা ভান ধরে থাকেন: অনুরাগ কাশ্যপ

নির্মাতা অনুরাগ কাশ্যপ (মেনস এক্সপি)

নারীবাদী নির্মাতারা ভান ধরে থাকেন: অনুরাগ কাশ্যপ

অনলাইন ডেস্ক

বিতর্ককে সবসময় সঙ্গী করে চলেন ভারতের বিখ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপ। বেশ খোলামেলাভাবেই নিজের অনুভূতি প্রকাশ করতে পছন্দ করেন তিনি। আন্তর্জাতিক নারী দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে অনুরাগ করেছেন এক বিস্ফোরক মন্তব্য।

তাকে প্রশ্ন করা হয় সাম্প্রতিক বছরগুলোতে নারীবাদী সিনেমার উত্থান সম্পর্কে।

উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘নির্মাতাদের নারীবাদী, সমাজবাদী ও বিপ্লবী বলে মনে হলেও আমি বলছি, তাঁরা ৯০ শতাংশই প্রতারক। তাঁরা সবাই ভান করছেন।

এত বছর ধরে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের একত্রিত করার চেষ্টা করা হলেও আমি বুঝতে পেরেছি যে স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা সবচেয়ে খারাপ।

কারণ, তারা যা করছেন, তা হলো একে অপরকে টেনে নামানো এবং একে অপরের নামে ভুল কথা বলা।

তথাকথিত বুদ্ধিমান মানুষ ও বোকাদের মধ্যে পার্থক্য কী? বোকারা ঐক্যবদ্ধ। “বুদ্ধিমান” লোকেরা একে অপরকে টেনে নামাতে ব্যস্ত। ’

ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে নির্মাতাদের সব ধরণের চলচ্চিত্র নির্মাণের অধিকার থাকা উচিত। নির্মাতাদের মধ্যেও ধরণ রয়েছে। একদল শুধুমাত্র ব্যবসাসফল সিনেমা নির্মাণ করতে চায় আবার অন্যদল ভালো সিনেমা তৈরি করে।

news24bd.tv/SC