নারী দিবসে মোদির ঘোষণা, কমল রান্নার গ্যাসের দাম

আন্তর্জাতিক নারী দিবসে ভারতে গ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

নারী দিবসে মোদির ঘোষণা, কমল রান্নার গ্যাসের দাম

অনলাইন ডেস্ক

ভারতে প্রতিটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১০০ রুপি কমানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। খবর এনডিটিভির।

এক্স পোস্টে মোদি লিখেছেন, আজ নারী দিবসে সরকার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ রুপি কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে দেশের কোটি পরিবারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে লাঘব হবে। এতে বিশেষভাবে উপকৃত হবে নারী শক্তি।

তিনি আরও বলেন, রান্নার গ্যাস আরও সাশ্রয়ী করার মাধ্যমে আমরা পরিবারের কল্যাণের পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছি।

তবে এবারই প্রথম নয়, এর আগে গত বছরের আগস্টে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ২০০ রুপি করে কমিয়েছিল মোদি সরকার।

উজ্জ্বলা প্রকল্পের গ্রাহক নন যাঁরা, তাঁদের জন্য এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ১০০ রুপি, মোদি সরকার গত বছরের আগস্টে সিলিন্ডারপ্রতি ২০০ রুপি দাম কমানোয় তা ৯০০ রুপিতে নেমে আসে। এবার আরও ১০০ রুপি দাম কমায় উজ্জ্বলা গ্রাহক নন যাঁরা, তাঁরা ৮০০ রুপিতে এলপিজি সিলিন্ডার নিতে পারবেন।

আরও পড়ুন: ভারতে জনসংখ্যার গণনা না থাকলেও কাস্ট গণনা আছে : ড.বিনায়ক সেন

সরকারের এমন ঘোষনার পর কংগ্রেস মুখপাত্র সুরেন্দ্র রাজপুত বলেছেন, “বিজেপি অত্যন্ত চতুর দল। ওরা ৩৯৫ টাকার এলপিজি সিলিন্ডার ১০০০ টাকায় বিক্রি করে। তারপর প্রধানমন্ত্রী মোদি ১০০ টাকা দাম কমানোর কথা ঘোষণা করেন। ”

সমাজবাদী পার্টির মহিলা সভার জাতীয় সভাপতি জুহি সিং বলেছেন, “মহাদেব দেখছেন কীভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছে বিজেপি সরকার। সিলিন্ডারের দাম বাড়ছে। আমি মনে করি প্রধানমন্ত্রী মোদির উচিত, গ্রামে গ্রামে গিয়ে দেখা, উজ্জ্বলা প্রকল্প কত বড় প্রতারণা। ”

news24bd.tv/DHL