কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি এবং উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সোমবার ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে এটিই উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। এবং এ বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বাংলাদেশে সনাতন ধর্মীয় একজন নেতার গ্রেফতারের প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত, সাথে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগও তুলেছে - আবার কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনা নিয়ে প্রতিবেশী দুইদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। বিশ্লেষকদের অনেকে...
ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর নিয়ে এত আলোচনা কেন ?
অনলাইন ডেস্ক
সংসদ সদস্যরা এলাকায় জমিদার বনে গিয়েছিলেন: রেহমান সোবহান
অনলাইন ডেস্ক
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ তিন মেয়াদে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় জমিদার বনে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান। শনিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) চার দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রেহমান সোবহান বলেন, গত তিনটি জাতীয় নির্বাচন ত্রুটিপূর্ণ ছিল। এসব নির্বাচনে সংসদ সদস্যরা কার্যত রাবার স্ট্যাম্প হিসেবে ভূমিকা পালন করেছেন। সংসদে তাদের সক্রিয় ভূমিকা ছিল না, বরং তারা নিজেদের এলাকায় জমিদারের মতো আচরণ করেছেন। অধিকাংশ সময় তারা ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন। তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকারিতা হারায়। সরকার ও রাজনৈতিক দলগুলোর উচ্চপর্যায়ে ক্ষমতার কেন্দ্রীভবন ঘটে। তবে এ সময়ে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে...
বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরার ৯২ শহীদের তালিকা প্রকাশ
অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরা এলাকায় গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৯২ জনের তালিকা প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন সংগঠনটির মুখপাত্র ফান্তাসির মাহমুদ। ফান্তাসির মাহমুদ জানান, সরকারি কোনো সহযোগিতা ছাড়াই আমরা নিজেদের উদ্যোগে এই তালিকা তৈরি করেছি। আন্দোলনে শহীদ ও আহতদের স্মৃতি ধরে রাখতে একটি ওয়েবসাইট নির্মাণের কাজ চলছে। সেখানে সারা দেশের শহীদদের তথ্য এবং তাদের নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র প্রকাশ করা হবে। উত্তরায় আন্দোলনে শহীদ ৯২ জনের মধ্যে রয়েছেন: ২৫ জন শিক্ষার্থী, ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন গাড়ি বা রিকশাচালক, ২ জন মসজিদের ইমাম, একজন ডাক্তার, ১১ জন অজ্ঞাত এবং অন্যান্য ১৯ জন। শহীদ...
পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি হত্যায় উপদেষ্টা নাহিদের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক আনোয়ার হোসেনের হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার রাতে এক এক্স পোস্টে তিনি লেখেন, এই হত্যাকাণ্ড একক ঘটনা নয়, বরং বাংলাদেশ স্বাধীনতার পর থেকে বিএসএফের হাতে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যাকাণ্ডের একটি ধারাবাহিক ঘটনা। যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় অনুপাতিকতার নীতির স্পষ্ট লঙ্ঘন। পোস্টে তিনি উল্লেখ করেন, আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত বিএসএফের হাতে ৫২২ জন বাংলাদেশি নিহত হন, যার মধ্যে ৩২৪ জন গুলিতে নিহত হন এবং অন্যরা নির্যাতনে মৃত্যুবরণ করেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ২০১০ সালে প্রকাশিত ট্রিগার হ্যাপি শিরোনামে একটি প্রতিবেদনে বিএসএফের হাতে ২০০৬...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর