খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে আবেদন

ফাইল ছবি

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক

সরকারের নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো ও বিদেশে চিকিৎসার সুযোগ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ৬ই মার্চ এই আবেদন করেন।

বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদনপত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন খালেদা জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও তিনি সুস্থ নন। তার স্থায়ী চিকিৎসার জন্য বিদেশে নেয়া জরুরি। তিনি বলেন, অ্যাডভান্স চিকিৎসা ছাড়া খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থ হওয়া সম্ভব নয়।

অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকার প্রধানের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি পান।

এরপর ধারাবাহিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে জামিনের মেয়াদ বাড়ান খালেদা জিয়ার স্বজনরা।

news24bd.tv/FA