পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভ্যান থুং

প্রেসিডেন্ট ভো ভ্যান থুংয়ের পদত্যাগপত্র ভিয়েতনামের আইনসভা কর্তৃক গৃহীত হয়েছে।

পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভ্যান থুং

অনলাইন ডেস্ক

প্রেসিডেন্ট ভো ভ্যান থুংয়ের পদত্যাগপত্র ভিয়েতনামের আইনসভা কর্তৃক গৃহীত হয়েছে। এর মধ্য দিয়ে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের দুর্নীতিবিরোধী অভিযানের মুখে ক্ষমতা ছেড়ে দেয়া শীর্ষ নেতাদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট থুংও শামিল হলেন। খবর রয়টার্সের।

ভিয়েতনামে গত এক বছরের ব্যবধানে পদত্যাগ করা দ্বিতীয় প্রেসিডেন্ট হলেন ৫৩ বছর বয়সী থুং।

সরকারের ঘুষবিরোধী প্রচারণার অংশ হিসেবে দেশটিতে বেশ কিছুদিন ধরেই ক্ষমতার পালাবদল চলছে।

ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম পরবর্তী প্রেসিডেন্ট সম্পর্কে কিছু জানায় নি। দেশটির সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট ভো থি আন জুয়ান এখন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় পরিষদের কার্যালয় কোনো সাড়া দেয়নি।

ভিয়েতনাম সরকারে প্রেসিডেন্ট পদটি আনুষ্ঠানিক হলেও দেশটির শীর্ষ চারটি রাজনৈতিক পদের একটি হচ্ছে এটি।

আরও পড়ুন: অরুণাচল প্রদেশকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ পরিষদের নির্বাচন কেবল নামমাত্র এক আয়োজন হতে যাচ্ছে, কারণ প্রেসিডেন্ট থুংয়ের পদত্যাগপত্র গ্রহণের মাধ্যমে তাকে সিদ্ধান্ত প্রণয়নকারী পলিটব্যুরো এবং জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

কমিটির মতে, থুং দলের নীতি ভঙ্গ করেছেন, যার ফলে দল, দেশ এবং থুংয়ের নিজের সুনাম নষ্ট হয়েছে। তবে তিনি আসলে কি করেছেন সে ব্যাপারে কমিটি বিস্তারিত কিছু জানায় নি।

ভিয়েতনামের রাজনীতিতে শীর্ষ পদে থাকা অন্যতম নারী হিসেবে জুয়ান এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

news24bd.tv/ab