অফিস ছুটির পরেই বাসায় ফেরার অনুরোধ ট্রাফিক পুলিশের

ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান- ফাইল ছবি

অফিস ছুটির পরেই বাসায় ফেরার অনুরোধ ট্রাফিক পুলিশের

নিজস্ব প্রতিবেদক

রমজান মাসে ইফতারের আগে তীব্র যানজট এড়াতে রাজধানীবাসিকে সাড়ে ৩টায় বা অফিস ছুটির পরপরই নিজ গন্তব্যে রওনা হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ।

বুধবার সকালে ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়ে পর্যবেক্ষণ ও নির্দেশনা বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান।

এসময়, যানজট কমাতে রাস্তায় গণপরিবহনে যত্রতত্র যাত্রী ওঠানামা না করার আহ্বান জানান তিনি। সিটি বাস সার্ভিস গেটলক করে চলাচলের কথা বলেন পুলিশ কমিশনার।

সড়কের গুরুত্ব বিবেচনা করে টাইম ম্যানেজমেন্ট করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এফডিসির র‍্যাম্পের সিগনালগুলো ছাড়া হবে। অনান্য র‍্যাম্প ছাড়া হলে ধীরে ধীরে যানজট কমে যাবে বলে মনে করছেন তিনি।

news24bd.tv/FA