গোপালগঞ্জের কাশিয়ানিতে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

র‍্যাবের হাতে আটক মাদক কারবারি

গোপালগঞ্জের কাশিয়ানিতে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জের কাশিয়ানি এলাকা থেকে ১৫ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। এ সময় মাদক কারবারে ব্যবহার করা একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আজ শনিবার র‌্যাব-৬ এর কাশিয়ানীর ভাটিয়াপাড়া ক্যাম্প-এর সদস্যরা গোপান সংবাদের ভিত্তিতে কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে একটি প্রাইভেটকার থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়ীয়ার শওকত আলীর ছেলে মো. ইয়াছিনকে (৩০) আটক করে র‌্যাব সদস্যরা।

এ সময় ওই ব্যক্তির হেফাজত থেকে ১৫ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয় বলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উক্ত মাদকদ্রব্য কারবারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জাননো হয়।

আটক মাদক কারবারিকে কাশিয়ানী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।

news24bd.tv/তৌহিদ