কেজরিওয়ালের অতিসত্বর শুনানির আবেদন খারিজ করলো দিল্লী হাইকোর্ট

নিজের গ্রেপ্তারের ওপর অতিসত্বর শুনানি করার বিষয়ে অরবিন্দ কেজরিওয়ালের আবেদন খারিজ করে দিয়েছে দিল্লী হাইকোর্ট।

কেজরিওয়ালের অতিসত্বর শুনানির আবেদন খারিজ করলো দিল্লী হাইকোর্ট

অনলাইন ডেস্ক

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্তৃক নিজের গ্রেপ্তারের ওপর অতিসত্বর শুনানি করার বিষয়ে অরবিন্দ কেজরিওয়ালের আবেদন খারিজ করে দিয়েছে দিল্লী হাইকোর্ট। আবগারী নীতি মামলায় গ্রেপ্তার হওয়া কেজরিওয়ালের শুনানি অনুষ্ঠিত হবে হোলির ছুটির পর ২৭ মার্চ আদালত চালু হলে। খবর ইন্ডিয়া টুডে’র।

এর আগে কেজরিওয়াল শনিবার সন্ধ্যা বা রোববারের মধ্যে শুনানি করার জন্য দিল্লী হাইকোর্টে আবেদন করেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে কেজরিওয়ালকে ইডি গ্রেপ্তার করে এবং তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতের শরণাপন্ন হয়। পরে দিল্লী হাইকোর্ট তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করে।

নিজের গ্রেপ্তার ও রিমান্ডকে চ্যালেঞ্জ করে আদালতে দায়ের করা পিটিশনে কেজরিওয়াল ইডির তৎপরতাকে অবৈধ বলে দাবি করেন এবং অতিসত্বর শুনানির জন্য অনুরোধ করেন।

আরও পড়ুন: নিজের গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করলেন কেজরিওয়াল

রিমান্ড আবেদনের শুনানিতে ইডি কেজরিওয়ালকে দিল্লী আবগারী নীতি মামলার প্রধান হোতা হিসেবে উল্লেখ করে।

ইডি জানায়, পানীয় নীতি বিষয়ক দুর্নীতিতে কেজরিওয়ালের সাথে তৎকালীন উপ মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া এবং তেলেঙ্গানার নেতা কে কাভিথা জড়িত ছিলেন।

নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন কেজরিওয়াল।

news24bd.tv/ab